প্রিচ ইসলাম অ্যাসোসিয়েশন
অসহায়-প্রান্তিক-গরীব-দুঃখী সকল জাতি-ধর্মের মানুষের কল্যাণে নিবেদিত একটি সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

অসহায়-প্রান্তিক-গরীব-দুঃখীর কল্যাণে আমাদের ২৭ টি লক্ষ্য ও উদ্দেশ্য

1.

সমাজকল্যাণ কার্যের অংশ হিসেবে সেবা-সম্পীতি-সহানুভূতি-শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে দারিদ্র দূরীকরণ কর্মসূচী বাস্তবায়ন করা।

2.

মাদকাসক্তি প্রতিরোধসহ সমাজের মানুষের মাঝে মাদকের কুপ্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা। যৌবুকের বিরুদ্ধে জনসত ও জনসচেতনতা গড়ে তোলা।

3.

দুস্থ মহিলাদের মাঝে কুটির শিল্প/হাতের কাজ/বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখা।

4.

শিশু, যুব ও নারী কল্যাণ। দেশের টেকসই উন্নয়নে যুব ও নারীসমাজের ভূমিকা নিয়ে জনসচেতনা সৃষ্টি, সং-যোগ্য-মানবপ্রেমী সুনাগরিক তৈরি। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ মৌলিক মানবাধিকার বাস্তবায়ন ও সংরক্ষণ করা। নারী ও শিশু পাতার রোধে জনগণকে সচেতনকরণ। প্রতারণাপূর্বক বিষয়ে প্রলোভন দেখিয়ে ধর্ষন করা, পেটে সন্তান দিয়ে পালিয়ে যাওয়া, গণধর্ষন, জেনা-ব্যাভিচার, শারীরিক সম্পর্ক করে ভিত্তিও ধারণ করে দিনের পর দিন ধর্ষন, পাশবিক অভ্যাচার সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

5.

নারী, শিশু সহ সকলের মানবিক অধিকার সংরক্ষণে প্রশাসন ও আইনের প্রতিনিধিগণের সাথে যোগাযোগ রাখা, সহযোগিতা নেয়া ও প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।

6.

কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে চাকরির উদ্যোগ গ্রহণ করা; ব্যবসার উদ্যোগ গ্রহণ করা; উদ্যোজ্য তৈরী সহ সংস্থা কর্তৃক কেন্দ্রীয়ভাবে বহু পরিসরে ব্যবসা ও চাকরির উদ্যোগ গ্রহণ করা। বেকারত্ব দূরীকরণে হস্তশিল্প, জিলাসিং, প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, ওয়েল্ডিং, ড্রাইভিং-সহ যাবতীয় কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টিতে যুগোপযোগী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

কার্য পরিচালনা প্রকল্প

সমস্যা চিহ্নিতকরণ এবং কার্যকরী সমাধান

প্রজেক্ট #1

সেবার জন্য সমাজসেবামূলক যেক্কেত্রবেশী সংস্থাসমূহের হটলাইন নাম্বার, ওয়েবসাইট ও এক অবস্থান সেবা কেন্দ্র চালুকরণ

সমাধান:

এক-অবস্থান-সেবা কেন্দ্র / One Point Service (OPS) সেন্টারের মাধ্যমে ফোন, অনলাইন ও সরেজমিনে আসা অসহায় সাহায্যপ্রার্থী সংত্রান্ত সমস্যা সমাধানে কাজ করবে। ২৪/৭ সার্কিটলিফ একজন দায়িত্বে থাকবেন বিনি সাহায্যপ্রার্থীদের এই কল/মেইল/সাহায্যের আবেদন শুনবেন ও লিপিবদ্ধ করবেন। যদাই-বাহাই টিম তা ভেরিফাই করার পরে তার ব্যাপারে যথাসাধ্য সাহায্য-সহযোগিতা করা হবে。

প্রজেক্ট #2

অসহায় সাহায্যপ্রার্থীদের যাচাই-বাছাইকরণ ও ভেরিফিকেশন

সমাধান:

অসহায় সাহায্যপ্রার্থীদের স্পর্শকাতর সমস্যাসমূহ শুনে আশু সমাধানে সচেষ্ট থাকবো। অসহায়, হতদরিদ্র, সাহায্যপ্রার্থীদের ব্যাপারে মানবিক ও দয়াধরণ হয়ে নিরপেক্ষতা, জবাবদিহিতা ও প্রাধান্যতার ভিত্তিতে এখনান্তর সাথে সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। কিন্তু, এ সুযোগে আবেগকে কাজে লাগিয়ে প্রতারণার আশ্রয় নিছ্ছেন অনেকে। অন্য ধর্ম থেকে আগত ব্যক্তিকে সকল মুসলিম-ই পছন্দ করেন ; উনাকে সাধ্যমত সামাজিক-পারিবারিক-আর্থিক ইত্যাদি ক্ষেত্রে সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করেন। কিন্তু এ সুযোগে এক বিশেষ মহল ফায়দা নেয়ার চেষ্টা করেন। তাই, কেউ এবিভেসিট করা মানেই অসহায় সাহায্যপ্রার্থী নয়। আর আশ্রয়হীন বললেই সে পাঙ্কা আল্লাহ্ তায়ালা নয়। আমরা সবাই পার্থী ও পাপ করতে তালেবারি। শয়তান প্রভেত করনাকে লক্ষ্যমণ্ড করার জন্যই কাজ করে যাচ্ছে। মানুষের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত না হয়ে কথোলোহী কাউকে কোন রকম সাহায্য-সহযোগিতা করা যাবে না। এতে আমার নিজেদের মূল্যবান সময়, শুষ্ক, অর্থ, দক্ষতা, যোগ্যতা-অনর্থকতারেই থামঞ্চোলি ভাবে কৃষ্ণাঙ্গে সাহায্য করার ক্ষেত্রে ব্যয় হবে। মসজিদে নওমুসলিম পরিচয়ে যারা ডিফ্কারুষ্টি করতে আসে, সরেজমিনে দেখা গেছে তারা সানুষের অনুভূতিকে কাজে লাগিয়ে তারা এটিকে ব্যবসায় পরিণত করেছে। আমরা সাধ্যমত অসহায় সাহায্যপ্রার্থীদের সাহায্য করার আগে তাকে ভেরিফাই করবো。

প্রজেক্ট #3

অসহায় সাহায্যপ্রার্থীদের দ্বীনি তরবিয়ত (বৈসিক দ্বীন শিক্ষা+ফালাকা/তালিম)

সমাধান:

কাঠামোগত ভাবে ০৩ (তিন) মাসের মধ্যে আল-কুরআন- এর শুদ্ধ তেলওয়াত, ঈমান-আকিদা শিক্ষা, পুস্তক পাঠ ইত্যাদি চলমান রাখা। নিশ্চিষ্ট সিলেবাস প্রণয়ন ও সিলেবাসের আলোকে পরীক্ষার আয়োজন ও পাশ করা শিক্ষাপ্রীদের সনদ প্রদান। প্রতি মাসের শেষ শুক্র/শনিবার স্থানীয় মজব/আদরাসা/মসজিদ/উপযোগী সমবেত স্থানে সকল অসহায় সাহায্যপ্রার্থীদের নিয়ে তালিস- এর আয়োজন করা হবে। ইসলাম সম্পর্কে অজ্ঞ, প্রান্তিক, অবহেলিত, গৃহহীন ও নওমুসলিমদের তাবলীগে চিন্তায় বা মাদরাসায় বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে (ক্ষেত্র বিশেষে দল-মত-পথ-মাযহাব অনুসারে ভিন্ন পন্থা হতে পারে)। সকলেই যেন দীনি পরিবেশে থাকতে পারে এ উদ্যোগ গ্রহণ করতে হবে。

প্রজেক্ট #4

অসহায় সাহায্যপ্রার্থীদের কর্মসংস্থান (ব্যবসা/উদ্যোগ/চাকরি)

সমাধান:

প্রতিটি অসহায় সাহায্যপ্রার্থী হবে কয়ে উদ্দেশ্যী। অসহায় সাহায্যপ্রার্থীদের কল্যাণে নিয়োজিত প্রিট ইসলাম অ্যান্সামিশেশন- এর প্র্যাক্টিসর্স অসহায় সাহায্যপ্রার্থীদের যালাল চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। জন রিশেষমেন্ট কর্মকর্তা- কর্মচারীগণ নিবন্ধত ইন/ bdjobs/চাকরির খবর আগে বা নিজস্ব ওয়েবসাইটে আপডেট থাকবেন। আমরা আমাদের মেধা ও যোগ্যতা-কে কাজে লাগিয়ে প্রতিটি সাহায্যপ্রার্থীকে নিজের পায়ে দাঁড়াতে ও নিজে কিছু করে উপার্জন করার বিষয়টি প্রাধান্য দেব। যাদের দিয়ে একেবারেই কর্মক্ষমতা অর্জন করা বা শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে যালালী অর্জন করা সম্ভব নয় বলে প্রতীয়মান হবে তাদেরকে বিশেষ সুবিধাভাষ্য ক্যাটাগরিতে রেখে বিশেষভাবে টেক ফোরার করতে হবে। এমন একটি অনলাইন ও অকলাইন প্র্যাক্টিসর্স তৈরি করবে। যেন যোগ্য প্রার্থী পৌঁছা প্রতিষ্ঠাসমূহ সেই প্র্যাক্টিসর্স লাইন ধরে। আর চাকরিপ্রার্থীদের এমন ভাবে যোগ্য করে তুলতে হবে যেন চাকরি তাদের পিছু নেয়।

প্রজেক্ট #5

অসহায় সাহায্যপ্রার্থীদের তথ্যাদি সংরক্ষণ

সমাধান:

tiny.cc/preach লিংকে গিয়ে অসহায় সাহায্যপ্রার্থীরা তথ্যাদি পূরণ করতে পারবেন।

প্রজেক্ট #6

অসহায় সাহায্যপ্রার্থীদের কারিগরি/হস্তশিল্প/প্রযুক্তি/ ঘুণাপেপিয়েগি/সন্তানবান্যস্ব প্রশিক্ষণ প্রদান

সমাধান:

অসহায় সাহায্যপ্রার্থীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। কম্পিউটার বেসিক, Word, Typing, Excel, Powerpoint, Web Design, Programing, Internet, Digital Marketing, Animation, Graphics design ইত্যাদি প্রযুক্তি প্রশিক্ষণ সহ কারিগরি ও ঘুণাপেপিয়েগি হস্তশিল্প প্রশিক্ষণ নিশ্চিত করা হবে। প্রয়োজনে সমাজকল্যাণ সংস্থাসমূহের সাথে সমন্বয় সাধন করা।

আপনার দানের হাতকে প্রসারিত করুন

দাতা সদস্য ফরম

আমাদের অর্জন

প্রিচ ইসলাম অ্যাসোসিয়েশন সমাজের সকল শ্রেণীর মানুষের কল্যাণে নিবেদিত

0+
সেবাপ্রাপ্ত
সমাজের সকল মানুষ
0+
স্বেচ্ছাসেবক
সংগঠিত দল
0+
প্রকল্প
সক্রিয় উদ্যোগ
0+
জেলা
সেবার পরিধি

সংস্থার কার্যক্রমের সীমানা/পরিধি

দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত সেবা কার্যক্রম

আমাদের প্রতিশ্রুতি

দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপলব্ধি করে, এবং নিজেদের সামর্থ্য ও শক্তিতে বিশ্বাস রেখে মহান আল্লাহ তায়ালার ওপর ভরসা করে— আমরা সমাজসেবায় নিবেদিত।

বর্তমান কার্যক্রম

রাজশাহী জেলা

নিবন্ধন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে রাজশাহী জেলার সমগ্র এলাকায় সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ভবিষ্যৎ পরিকল্পনা

সারা দেশ ও আন্তর্জাতিক

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ভবিষ্যতে সারা দেশে এবং দেশের বাইরে কার্যক্রম সম্প্রসারণ করা যাবে।

নিবন্ধন নং: রাজ-০০১১৩ |তারিখ: ৩১ আগস্ট ২০২৪

আমাদের যাত্রা

প্রিচ ইসলাম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা থেকে আজকের অবস্থান পর্যন্ত একটি অনুপ্রেরণামূলক যাত্রা

২০১৭

অঙ্কুর

রোহিঙ্গা ক্রাইসিসে সেবামুলক কাজ করা দিয়ে শুরু হয় আমাদের যাত্রা।

২০২০

সম্প্রসারণ

করোনা মহামারীর সময় বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আমাদের কার্যক্রম সম্প্রসারিত হয়।

১১ নভেম্বর ২০২৩

প্রাতিষ্ঠানিক কার্যক্রম

অফিস ভাড়া নিয়ে প্রাতিষ্ঠানিক সেবামুলক প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু ।

২৪ জুন ২০২৪

নামকরন

সেবামুলক কাজ আরো বেগবান করতে অনুষ্ঠিত সভায় "প্রিচ ইসলাম অ্যাসোসিয়েশন" নাম প্রস্তাব করা হয় ।

৩১ আগস্ট ২০২৪

স্বীকৃতি

সেচ্ছাসেবী সংগঠন হিশেবে সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধন প্রাপ্ত ।

আমরা এই যাত্রায় আপনাদের সকলকে সাথে নিতে চাই। আমাদের লক্ষ্য অর্জনে অংশীদার হোন।

আমাদের সাথে যোগ দিন